Keep your family safe from unwanted contents. Minimize your kids online presence.
Download App Visit Shopیٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَکُمۡ وَاَہۡلِیۡکُمۡ نَارًا
‘হে যারা ঈমান এনেছ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারবর্গকে আগুন থেকে বাঁচাও।’
(সুরা তাহরিম, আয়াত: ০৬)
বাচ্চাদের যথাসম্ভব মোবাইল ডিভাইস থেকে দূরে রাখুন। তাদের সুস্থ মানসিক বিকাশের জন্য তাদেরকে বেশী বেশী সময় দিন, তাদের সাথে বিভিন্ন ধরণের এক্টিভিটি করুন। পারিপার্শ্বিক ক্ষেত্র বিবেচনা করে যারা একেবারেই বাচ্চাদের ডিভাইসের ব্যবহার বন্ধ করতে পারছেন না তাদের জন্য করণীয় হচ্ছে এক্সেস মিনিমাইজ করা। এই মিনিমাইজেশন সহজ করার জন্যই এই মুসলিম চাইল্ড অ্যাপের সূচনা। অন্যান্য সকল অ্যাপ লক করে বাচ্চাদের শুধুমাত্র মুসলিম চাইল্ড অ্যাপের এক্সেস দিবেন।
হযরত থানভী (রহ.) বলেছেন, বাচ্চাদের স্বভাব-চরিত্র যা গড়ার পাঁচ বছর বয়সের মধ্যে গঠন হয়ে যায়। এরপর ভালো-মন্দ যেটাই হয় তা মজবুত ও পাকাপোক্ত হতে থাকে, যা পরবর্তীতে সংশোধন করা কঠিন হয়ে পড়ে। সুতরাং বাচ্চা বুঝুক আর না বুঝুক ছোটবেলা থেকেই বুঝাতে থাকবে। এক সময় সে বুঝবে এবং উত্তম চরিত্র নিয়ে বড় হবে। (ইসলাহে খাওয়াতীন ২৫১-২৫২, তুহফাতুল উলামা-১/৪৮৩)
وَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَاَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ
'আর জেনে রাখ, তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্তুতি পরীক্ষার কারণ।'
(সুরা আনফাল, আয়াত: ২৮)